1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে ফেইসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ (প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ (প্রতিনিধি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিয়ে বদরুল আলম হিম্মত (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার(৫ মার্চ ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মগটুলা গ্রাম থেকে নিহত হিম্মতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

নিহত বদরুল আলমের ফেসবুক একাউন্টে দেখা গেছে, গত(২ মার্চ) রবিবার ভোর রাত ৪ টা ১৩ মিনিটের দিকে হিম্মত তার ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে হিম্মত তার বাবা-মা ও দুই ভাইয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-‘এই মানুষগুলো আমাকে মৃত্যুর চেয়ে ভয়ংকর মানসিক যন্ত্রণা দিয়ে সুসাইড করতে বাধ্য করেছে। বিশেষ করে আমার দুই ভাই। ভেবে নিয়েছি ২য় রমজানে আমি পৃথিবী থেকে বিদায় নিবো। সত্যি বলতে বেকারত্বের যন্ত্রনা যে কতটা ভয়কর, তা যে বেকার সেই বোঝে। হয়তো আমাকে কবর দিয়ে সবাই ভুলে যাবে। কিন্তু আমাকে মেরে ফেলা মানুষ তুমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে। সে পর্যন্ত দোয়া করি ভালো থেকো। পরে একইদিন সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটের দিকে হিম্মত ৫৮-৫৯ পিস ঘুমের ট্যাবলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন-আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।

তবে এবিষয়ে নিহতের বড় ভাই সারোয়ার আলম (৩৭) বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি চাকুরীর সুবাদে কেন্দুয়া থাকি। বিগত ২০ দিন ধরে আমার বাবা ঢাকার আব্দুল্লাহপুরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় আমার চাচাতো ভাই মোখলেসুর রহমান ইফরতারের জন্য হিম্মতকে ডাকাডাকি করলেও সে যায়নি। এদিন রাতে আমার মা হিম্মতের মোবাইল নম্বরে ১০-১২ টা কল দিলেও সে রিসভ করেনি। সে অনেক বছর ধরে মাদকাসক্ত। ৪ বার তাকে রিহ্যাবেও পাঠানো হয়েছে। কিন্তু হিম্মত সংশোধন হয়নি। তাকে আমরা অনেকবার ব্যবসার জন্য টাকা-পয়সা দিয়েছি। তবে সে ব্যবসার টাকা নষ্ট করেছে মাদকের পিছনে। কিন্তু সে এমন সিদ্ধান্ত নিবে আমরা বুঝতেই পারিনি।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট