মোঃ ছায়েদ আলী: (শ্রীমঙ্গল প্রতিনিধি) মাহে রমজান উপলক্ষে মুসলিম শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে “ দক্ষিণ বাগ হযরত আলী রাঃ মজিদিয়া ফুলতলী টাষ্ট কুরআন শিক্ষা বোর্ড” কর্তৃক অনুমোদিত দারুল ক্বিরাআতের একটি শাখা শ্রীমঙ্গলের হযরত আলী রাঃ জামে মসজিদে বিশুদ্ধ কুরআন শিক্ষা আয়োজন করা হয়েছে,এতে দারুল ক্বিরাআত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ইমরান হোসেন,,ও দ্বিতীয় পুরস্কার এ তৃতীয় পুরস্কার কারী সাহেবদের সম্মাননা স্মারক প্রধান ক্বারীদের সম্মাননা স্মারক প্রধান স্মারক প্রধান স্মারক প্রধান প্রদান বিতরণ। এছাড়া অন্যান্য ছাত্র-ছাত্রী সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে,
শুক্রবার ২৮মার্চ ২০২৫ ইং, ঔদ্ধত্য (২৭ রামাদ্বান) জুম্মার নামাজের পর হযরত আলী রাঃ জামে মসজিদের কমিটির উদ্যোগে দারুল ক্বিরাআতের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় শুরু হয়,পরে সাড়ে ৩টার সময় পুরস্কার বিতরণ করা হয়,
এ সময় দক্ষিণ বাগ হযরত আলী রাঃ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোঃ রায়হান উদ্দিন এর সঞ্চালনায়, আব্দুস জামান কামাল হোসেন এর সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মোঃ মহিউদ্দিন, ক্বারী মোঃ শাকিল, ক্বারী শাকিলা আক্তার,ক্বারী আব্দুল হান্নান, এর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ দুলাল মিয়া,মোঃ কামাল হোসেন,নবী মিয়া,আফজল মিয়া,মোঃ মামুন মিয়া,মোঃ সফিক মিয়া,মোঃ রুখন মিয়া,মোঃ ইকবাল মিয়া ,দৈনিক স্বাধীন সুর্যোদয় পত্রিকার,সাংবাদিক মোঃ ছায়েদ আলী, মাওলানা হাফিজ মোঃ রিয়াজ উদ্দিন,
আরও উপস্থিত ,অর্থ সম্পাদক ক্যাশিয়ার,মোঃ কামাল হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ, অনুষ্ঠানের শেষে, দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন, ক্বারী মোঃ রায়হান উদ্দিন,দক্ষিণ বাগ হযরত আলী রাঃ জামে মসজিদের ইমাম ও খতিব।