স্বাধীন নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী দখলদারদের বর্বরতার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কমলগঞ্জের চিতলীয়া এলাকার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে চিতলীয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চিতলীয়া ও পার্শ্ববর্তী সকল এলাকার মুসলিম জনতা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের ইসরায়েলের বিপক্ষে মিছিলে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
এ সময় প্রতিবাদ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয়।
সমাবেশে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। দেশের যেসব ব্যবসায়ী ইসরায়েলি পণ্য আমদানি করছেন, তাদের অনুরোধ করব-এ ব্যবসা থেকে দ্রুত সরে আসুন। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।
তারা বলেন, বাংলাদেশের মতো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোও যেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। ইসরায়েলি পণ্যের তালিকা করে বর্জন নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে মিছিলে বিভিন্ন স্লোগানে ইসরায়েলের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করা হয়।