মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
অদ্য ২২ এপ্রিল ২৫ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭.টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল শহরের কলেজ রোড হইতে, স্টেশন রোড পর্যন্ত , বিভিন্ন দোকানপাটে লিফলেট বিতরণ করেন ,ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন দোকানপাটে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার শহরের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
ঐক্য পরিষদের কর্মীরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং ইসরায়েলি কোম্পানির ও পণ্য বয়কট করার অনুরোধ জানান। তারা বলেন, “ফিলিস্তিনে চলমান বর্বর আগ্রাসনের প্রতিবাদে আমাদের নৈতিক দায়িত্ব হলো ইসরায়েলি পণ্য বর্জন করা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করা।”
এ সময় সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের মুজাহিদ ইসলাম বলেন, ইসরায়েলি অর্থনীতিকে দুর্বল করতে হলে সাধারণ জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের উচিত সচেতন হয়ে বিকল্প পণ্য ব্যবহারে অভ্যস্ত হওয়া।