শ্রীমঙ্গল প্রতিনিধি, মোঃ ছায়েদ আলী
অদ্য- রোজ শনিবার(২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস, ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিহতের পরিচয় পাওয়া যায়, নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার(৬০) তিনি মৌলভীবাজার সদর উপজেলার, বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা এবং মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র,পেশায় তিনি একজন পল্লি চিকিৎসক ছিলেন,স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ ঘটিকার সময়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিল, পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে, আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসেন, মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিনেশ চন্দ্র সরকারের মরদেহ শনাক্ত করা হয়েছে, এবং তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।