মোঃ নোমান (সৌদি আরব প্রতিনিধি)
রিয়াদ — সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার রিয়াদে ফরাসি ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটকে স্বাগত জানান।
বৈঠককালে, উভয় পক্ষ সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে।
আলোচনায় গাজার চলমান পরিস্থিতি এবং জুনে নির্ধারিত ফিলিস্তিনি ইস্যু নিষ্পত্তি সংক্রান্ত আসন্ন সম্মেলনের প্রস্তুতির উপর বিশেষ জোর দেওয়া হয়। সম্মেলনটি যৌথভাবে সৌদি আরব এবং ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
আলোচনায় অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের পথ হিসেবে দুই-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা প্রিন্স মুসাব বিন মোহাম্মদ আল-ফারহান; ফ্রান্সে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফাহাদ আল-রুওয়াইলি; এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ মানাল রাদওয়ান।