মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি
কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা মোড় সংলগ্ন নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার নতুন শিক্ষার্থীদের সবক প্রদান ও মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহিলা মাদ্রাসার অফিস কার্যালয়ে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা এবং শিক্ষাথীদের সবক প্রদান করেন প্রধান অতিথি উজানী মাদ্রাসার নোমান ইবনে মাদানী হুজুর।
নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা কাউছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, চাঁদপুর -১ কচুয়া আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী মাওলানা জোবায়ের আহমেদ,আইনপুর মহিলা মাদ্রাসার মুহতামিম আবু হানিফা ও নাহারা ইব্রাহীমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসার মোতাওয়াল্লি হাজী আব্দুল মালেকসহ আরো অনেকে।
মহিলা মাদ্রাসায় আবাসিক,অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতিতে মহিলা নূরানী,নাজেরা,হিফজ ও সাধারন বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অন্যান্য ভাবে সহযোগিতা করতে সকলের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা কাউছার আহমেদ।