1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলায় বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ২০২৫, ভোটে নির্বাচিত সভাপতি মান্নান, সম্পাদক পনি।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)


দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত মোংলা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন থেকে ভোটের মাধ্যমে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সকাল ১০টা থেকে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৭ই মে) উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়।

 

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে আব্দুল মান্নান হাওলাদার মোংলা উপজেলা বিএনপির নতুন সভাপতি, আবু হোসেন হাওলাদার (পনি) সাধারণ সম্পাদক ও শেখ সাকির হোসেন (১ম), মৃধা ফারুকুল ইসলাম (২য়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৬টি ইউনিয়নে ৪২৬ জনের মধ্যে ৪২৩ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই নেতৃবৃন্দ নির্বাচন করেন।

 

সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৯০ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে আবু হোসেন হাওলাদার (পনি) ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রুস্তুম আলী পেয়েছেন ১৮৭ ভোট। অন্য দুই প্রার্থী ঝংকার ফকির ২৮ ও মৃধা ফখরুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে শেখ সাকির হোসেন ১৯৫ ভোট পেয়ে ১ম ও মৃধা ফারুকুল ইসলাম ১৯১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: তরিকুল ইসলাম মৃধা ১৪৩, শেখ মোস্তাফিজুর রহমান জনি ১২৪ ও সুব্রত মজুমদার পেয়েছেন ৮১ ভোট।

 

সম্মেলনে অংশ নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন মিছিল নিয়ে আসেন। রঙ-বেরঙের ক্যাপ, টি-শার্ট পরে আসা নেতাকর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড।

 

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামিমুর রমহান শামিম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা।

 

এসময় আর স্থানীয় নেতৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট