রায়হান শেখ, প্রতিনিধি
মোল্লাহাট,বাগেরহাট। তাং ১১/০৬/২০২৫ ইং, বুধবার।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের সারুলিয়া গ্রামে কুয়েত প্রবাসী এনায়েত শিকদারের বাড়ীতে হামলা চালিয়ে। গতকাল ১০/১১/২০২৫ ইং, মঙ্গলবার মঙ্গলবার আনুমানিক রাত ৮.৩০ ঘটিকায় বাড়ীতে হামলা চালিয়েছেন একই গ্রামের খায়ের শিকদারের পুত্র রকি শিকদার(২৫) ও তার দলবল।জানিয়েছেন প্রবাসী এনায়েত শিকদারের স্ত্রী পারভীন বেগম(৪০) ; তিনি আরও বলেন,প্রতিবেশি রকি শিকদারের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল।গতকাল জমি নিয়ে থানায় মিমাংসার জন্য উভয়পক্ষ গিয়েছিলেন।কিন্তু রকি শিকদার মীমাংসার জন্য রাজি হয় নি। বাড়ী ফিরে আসলে কিছু সময় পর রকি শিকদার তার দলবল নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়।এসময় প্রাণ ভয়ে পাশের বাড়ীতে আশ্রয় গ্রহন করি। বাড়ীতে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়,বাড়ী ভাংচুর করে ও প্রাণনাশের হুমকি দেয়।আমার পুত্র- সন্তান না থাকা ও একমাত্র কন্যার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে আমি একা বাড়িতে বসবাস করি।
আমি যাতে সুবিচার পাইতে পারি এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রত্যক্ষদর্শী হাসিবুর শিকদার জানান , পূর্বেও কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। গতকাল এশার নামাজের পর চেচামেচি শুনে দৌড়ে আসি। এসে ঘটনার সত্য পাই।
ভুক্তভোগী পারভীন বেগম জানান, তিনি আইনানুগ প্রতিকারের জন্য মামলা করবেন।