1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হারিয়ে যাচ্ছে ঈদের আমেজ

এইচ এম শাহরিয়ার কবির
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
dark eid mubarak islamic sale banner

এইচ এম শাহরিয়ার কবির::

ঘুম থেকে উঠে গোসল করে নতুন কাপড় পরিধান করে মায়ের হাতের রান্না করা সেমাই খেয়ে সবার কাছ থেকে সালামি নিয়ে একসাথে দলবদ্ধভাবে ঈদের মাঠে যাওয়া। ঈদের নামাজ শেষে সবার সাথে কোলাকুলি শেষে দূর কবরস্থানে শায়িত আত্বীয় স্বজনদের মাগফেরাত কামনার জন্য সেখানে গিয়ে দোয়া করা। অতঃপর বাড়িতে ফিরে মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে বন্ধুবান্ধব সব একসাথে হয়ে ঘুরতে যাওয়া এটাই ছিল সে সময়ের ঈদের আনন্দের কথা। সে সময় বলতে আমি বেশিদিন আগের কথা বলছিনা, এইতো মাত্র ৭/৮ বছর পূর্বের কথা বলছি, যখন ঈদ আসলেই ছোট বড় সবার মনে এক অজানা আনন্দ কাজ করত। পুরা রমজান মাস কাটতো শুধু এই একটি দিনের জন্য‌ই, কখন আসবে সেইদিনটি? আর কতদিন বাকি? পুরা রমজান মাস চলত এই একটি দিনকে ঘিরেই বিভিন্ন ধরনের আয়োজন। ঈদের কেনাকাটা থেকে শুরু করে আরো কতকিছু যে থাকত শুধু মাত্র এই একটি দিনকে ঘিরে ।

কিন্তু এখন ঈদ আসলেও আর সেই আনন্দটা কাজ করছে না, হচ্ছে না ঈদ উপলক্ষ্যে তেমন কোন আয়োজন। এখন ঈদের দিনটাকেও মনে হচ্ছে অন্যান্য দিনের মতোই। ঘুম থেকে উঠে কিছু খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া, নামাজ শেষে হয়তো অনেকেই বিছানায় শুয়ে থাকে, কেউবা আবার বাড়িতে বসে থেকেই পার করে দেই ঈদের দিনটি।

কিন্তু ঈদ তো এমন হ‌ওয়ার কথা না, অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন নির্দিষ্ট কিছু দিনে আনন্দ উৎসব করে, ঠিক তেমনি মুসলমানদের জন্য‌ও এই দিনটি হলো একটা উৎসবের দিন, একটা আনন্দের দিন। যেই দিনটিতে সকল মুসলমান আনন্দ করবে, উৎসব করে দিনটি অতিবাহিত করবে এমনটিই তো বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মহানবী (সা.) ঈদের দিন ছোট-বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন, ছোট বড় সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেন। তাদের কোনো বৈধ আনন্দ উদযাপনে বাধা দিতেন না।

এছাড়াও ঈদের দিন হযরত মুহাম্মদ (সা.) পরিবারের সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন। আয়েশা (রা.) বলেন, একবার ঈদের দিন আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছে, মহানবী (সা.) আমাকে জিজ্ঞেস করেন, হে আয়েশা! তুমি কি লাঠিখেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তাঁর পেছনে দাঁড় করান, আমি আমার গাল তাঁর গালের ওপর রেখে লাঠিখেলা দেখতে লাগলাম।

এরকম আরো অনেক বর্ননা পাওয়া যায়, যেখানে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলের সাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করেছেন।

এখনও যদি আমরা ছোট বড় ধনী গরীব সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি ঈদ উপলক্ষ্যে বিভিন্ন ধরনের বৈধ উৎসবের আয়োজন করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আবারও ফিরে পাবো ঈদের সেই আমেজ, আমাদের পরবর্তী প্রজন্ম অপেক্ষা করবে এই ঈদের দিনের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট