1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোপালগঞ্জে কোটালীপাড়ায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মাহফুজুর রহমান গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা রবিবার সকালে উচ্ছেদ করেছে প্রশাসন। ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, দীর্ঘদিন ধরে ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন একদল দখলদার। সম্প্রতি তাদের নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেননি।

ফলে রবিবার সকাল থেকে প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে দুই শতাধিক কাঁচা ও পাকা দোকান ভেঙে দেওয়া হয়। অভিযানে জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী সিরাজ তালুকদার বলেন, “এই দোকানগুলোর ওপরই আমাদের সংসার চলত। হঠাৎ ভাঙচুরে আমরা সর্বস্বান্ত। সরকার যেন দ্রুত আমাদের বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করে।”

ক্ষতিগ্রস্তরা জানান, কোনো পুনর্বাসন পরিকল্পনা ছাড়া দোকান উচ্ছেদ করায় কয়েক হাজার পরিবার এখন বেকার হয়ে পড়েছে। তারা অবিলম্বে সহযোগিতার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট