1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বানারীপাড়ায় নদী চরের মাটি কাটতে গিয়ে MSC ভাটার ৬ ট্রলার ও ১৪ শ্রমিক আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধি


বরিশালের বানারীপাড়া উপজেলায় নদী রক্ষায় প্রশাসনের অভিযানে ধরা পড়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। অবৈধভাবে সন্ধ্যা নদীর চরের মাটি কাটতে গিয়ে MSC ইটভাটার ব্যবহৃত ৬টি ট্রলার ও ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে। অভিযুক্ত ভাটার মালিক বানারীপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জলিল ঘরামী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর বিভিন্ন চর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে ভাঙনের আশঙ্কা বাড়ছে। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় এই ভয়াবহ পরিবেশবিনাশী কাজ চলছিল বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে বানারীপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬টি ট্রলার আটক করা হয়, যেগুলোতে চর কাটা মাটি বোঝাই ছিল। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ১৪ জন শ্রমিককেও আটক করা হয়, যারা MSC ইটভাটার হয়ে কাজ করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সাবেক চেয়ারম্যান জলিল ঘরামী দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীর মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসছিলেন। তার প্রভাবের কারণে আগে কেউ মুখ খুলতে সাহস করেনি।

এদিকে অভিযুক্তদের ছাড়িয়ে নিতে ইতোমধ্যেই একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা তদবির শুরু করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এতে সাধারণ মানুষ ও পরিবেশ সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নদীর এই অবৈধ মাটি কাটা শুধু পরিবেশ নয়, আমাদের অস্তিত্বের ওপর আঘাত। প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসনীয়, তবে যারা প্রকৃত হোতা, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ট্রলার ও শ্রমিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নদী দখল ও পরিবেশবিনাশের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

এদিকে, পরিবেশবাদী সংগঠনগুলো এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং একইসঙ্গে নদী রক্ষা আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়েছে।

মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া প্রতিনিধি
১৬/৬/২০২৫ খ্রিষ্টাব্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট