 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মো:মাহফুজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
(বিশেষ প্রতিবেদক – জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা):
শুধু রাজপথের আন্দোলন নয়—মানবিক উদ্যোগেও এগিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন এর বাস্তবমুখী পদক্ষেপ প্রশংসিত হচ্ছে শিক্ষার্থীদের মাঝে।
এই উদ্যোগটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল-এর দিকনির্দেশনায় বাস্তবায়িত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পানির সংকট ও নিরাপদ পানি না পাওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটেই মো. শাহরিয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টার স্থাপন করা হয়।
শিক্ষার্থীরা জানান, “এটা আমাদের জন্য শুধু একটি ফিল্টার নয়, বরং একটা বার্তা—কেউ আমাদের কথা ভাবছে, পাশে আছে।” তারা আরও বলেন, রাজনৈতিক সংগঠনের এমন মানবিক ভূমিকা আরও বেশি প্রত্যাশিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মেদ,
সদস্য মো: রিয়াসাল রাকিব,
সদস্য মুবাইদুর