1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বানারীপাড়ায় আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বন্দরের ঈদগাহ ময়দান ও মুসলিম গোরস্তান সংলগ্ন স্থানে উদ্বোধন হলো সামাজিক সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস কার্যক্রম।

গত ২৬ জুন, রোজ বৃহস্পতিবার বিকাল ৫:৩০ মিনিটে এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং দ্বীনি আবহে ঘেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক ও তরুণ উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাংলাদের ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারী হাফেজ মোঃ মেহেদী এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক রুহুল আমীন। অতঃপর একে একে অতিথিবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সমাজ ও দেশের কল্যাণে সংগঠনের ভূমিকাকে গুরুত্বের সাথে তুলে ধরেন।

অনুষ্ঠানে জনাব কাওসার হোসাইন, (বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির) বলেন, ‘সমাজসেবা একটি মহৎ কাজ। তবে একজন সমাজসেবী ও সমাজকর্মী এক নয়। সমাজসেবী ব্যক্তি উদ্যোগে ভালো কাজ করেন, আর সমাজকর্মী রাষ্ট্রীয় কাঠামোর অংশ হয়ে প্রশিক্ষণ ও নীতির আলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনেন। আমাদের সকলেরই যেমন সমাজসেবায় আত্মনিয়োগ করা উচিত, তেমনি একইসঙ্গে প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে দক্ষ, ন্যায়পরায়ণ ও আদর্শ সমাজকর্মী গড়ে তোলা।’

বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম আলোচনার এক পর্যায়ে বলেন, ‘আজকাল অনেকেই মানুষের উপকার করে তা প্রকাশ্যে তুলে ধরতে ব্যস্ত। সামান্য কিছু সাহায্য দিলেই ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করছে। কিন্তু এই সময়েও আত-তাওহীদ অর্গানাইজেশন নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ। আমরা তাদের উত্তোরোত্তর সফলতা কামনা করি। আমি ব্যক্তিগতভাবে এবং বানারীপাড়া প্রেসক্লাবও সবসময় তাদের পাশে রয়েছে ইনশাআল্লাহ।’

স্থানীয় একজন প্রখ্যাত মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলাম অর্গানাইজেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বিভিন্ন ঢামাঢোল আর মতাদর্শের কোলাহলে আমরা যেন নিজেদেরকেই হারিয়ে ফেলছি—কে কোন দল করেন, কার এজেন্ডা কী, সেই হিসেবেই বিভক্ত সমাজ। এই বিভ্রান্তির মধ্যেও নিরবে এগিয়ে আসছে এক অরাজনৈতিক আলোকবর্তিকা—আত-তাওহীদ অর্গানাইজেশন। মানবিক এ যাত্রায়, আমাদের উচিত নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানো।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জিনিয়াস কোচিং সেন্টারের শিক্ষক আলাউদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক কাইয়্যুম বিল্লাহ মিঠু, ছাত্রনেতা সাব্বির হোসেন, অর্গানাইজেশন উপদেষ্টা ফেরদৌস আহমেদ রনি, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন প্রমুখ। প্রত্যেকেই আত-তাওহীদ অর্গানাইজেশনের উন্নতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানের শেষাংশে আত-তাওহীদ অর্গানাইজেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব সোলায়মান খান সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘এই অর্গানাইজেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করা, দ্বীনি দাওয়াতি কার্যক্রমে সক্রিয় থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।’

পরিশেষে, এলাকাবাসী আত-তাওহীদ অর্গানাইজেশনের সফলতা ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজের প্রত্যাশা প্রকাশ করেছেন। তারা আশা করেন, সংগঠনটি সমাজের সব স্তরে ছড়িয়ে পড়বে এবং দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে আলোর সঞ্চার করবে।

মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া প্রতিনিধি
তাং- ২৭.০৬.২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট