1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫

মোঃ আবদুল আজীম,চন্দ্রগঞ্জ(লক্ষ্মীপুর)সংবাদদাতা:


লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

সাধারণ মানুষের কণ্ঠে ক্ষোভ ও প্রতিবাদ

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ আর ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বর্ষা মৌসুমে কাদা-পানিতে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

তারা অভিযোগ করেন, বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে সড়ক সংস্কার শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিনিধি ও সংগঠকদের বক্তব্য

মানববন্ধনে বক্তব্য রাখেন—

তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ

চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সামছুল আলম

ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক তানিম হোসেন

১নং আমানউল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব

জিসান ফাউন্ডেশনের সদস্য ইয়াকুব মুন্না রিপন

তারুণ্যের আলো শক্তি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা জসিম উদ্দিন

নবজাগরণ ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন

কোয়ারিয়া স্বেচ্ছাসেবী সোসাইটির প্রতিনিধি শরীফ হোসেন
এছাড়াও বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে মাওলানা রফিকুল ইসলাম ও ব্যবসায়ী প্রতিনিধি ডা. উত্তম কুমার দাস।

“ভাঙা রাস্তা আর মেরামতের
প্রতিশ্রুতি চাই না—বাস্তব
পদক্ষেপ চাই”
সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েন

মানববন্ধন শেষে বক্তারা জানান, সড়কটি সংস্কারের দাবিতে তারা জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের স্মারকলিপি দেবেন। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী সড়ক অবরোধ, ঘেরাওসহ কঠোর আন্দোলনের প্রস্তুতি নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট