1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘অ্যান্টি-র‌্যাগিং ও অ্যান্টি-ড্রাগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫

সেমিনার অনুষ্ঠিত আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:


২৯.০৬.২০২৫ খ্রি.কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘অ্যান্টি-র‌্যাগিং ও অ্যান্টি-ড্রাগ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে র‌্যাগিং ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আয়োজক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতবছর ২৫ অক্টোবর কৃষি গুচ্ছের আওতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীর ভর্তি হয়। তাই বিশ্ববিদ্যালয়ের শুরুতেই একটি নিরাপদ, সুস্থ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেই এই ধরনের সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রব আলী।
তিনি র‌্যাগিং এবং মাদকাসক্তির সামাজিক ও মানসিক কুফল তুলে ধরেন এবং তা প্রতিরোধে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‌্যাগিং ও মাদক প্রতিরোধে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘র‌্যাগিং ও মাদকের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র‌্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি পাবে। আমরা তোমাদের(শিক্ষার্থীদের) নিয়ে সেই গৌরব অর্জন করতে চাই।’
আলোচক হিসেবে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট