 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আব্দুল আজিজ নাচোল,প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ০৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাশে ও উপজেলা কৃষি অফিসের পাশে প্রদর্শনী স্টলে ফিতা কেটে, মৌসুমি ফল মেলার উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সে সময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব হাসান, আমিনুল ইসলাম, রুহুল আমীন, সাংবাদিক সহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষি অফিসের তালিকাভূক্ত প্রান্তিক কৃষক ও উপস্থিত ছিলেন। ফল মেলায় বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম, জাম, খেজুরসহ অন্যান্য ফল স্টলে প্রদর্শিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার তিনার বক্তব্যের মাঝে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।