মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
আয় ছেলেরা
আয় মেয়েরা
ইস্কুলেতে যাই,
উন্নয়নের মালা গলায় দিয়ে
পানিতে ভিজে ইস্কুলেতে যাই,উন্নয়ন উন্নয়ন হয়েছে, কত দেশের উন্নয়ন,একটু বৃষ্টি আর বর্ষা হলেই
ডুবে যায় আমাদের গ্রাম,
তাই তো আমরা ছাত্র ছাত্রীরা
যাইতে পারি না ইস্কুলেতে
দেখার কেহ নাই আমাদের।
জুড়ী উপজেলার অবহেলিত এক রাস্তার নাম ধামাই বাজারচালি- বাছিরপুর রাস্তা
বর্ষার মৌসুমে নৌকায় ও পানিতে ভিজে পারাপার হতে হয় ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ, এই রাস্তা।
যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।