ইয়াসিন আহমেদ শরিফ(স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর লামারবাড়ি এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে স্থানীয়রা বাঁশঝাড়ে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
হঠাৎ সাপটিকে চোখে পড়ে গেলে প্রথমে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং তারা সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেন। তবে সময়মতো কিছু সচেতন নাগরিক সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে সবাইকে থামান এবং দ্রুত বিষয়টি জানানো হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।
সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে জীবিত ও নিরাপদভাবে সাপটিকে উদ্ধার করেন।এসময় সহযোগিতা করে রিদন গৌড়। সাপটি বাঁশঝাড়ে লুকিয়ে ছিল। উদ্ধার অভিযানের সময় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
স্থানীয়রা জানান, গত পাঁচ-ছয় মাস ধরে ওই এলাকায় হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, কোনো বন্যপ্রাণী খেয়ে ফেলে। তবে এতদিন কেউ সাপটিকে দেখতে পাননি।
উদ্ধারকৃত অজগর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।