দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজ ২৪ জুলাই ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কন্ফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়ক সাংবাদিক আবু তাহের মিছবা, শাহাদাত মাহমুদ শ্রাবণের সঞ্চালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ওবায়দুল হক মিলন। বিশেষ অতিথি সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার।
সভায় দোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত CCS সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন, CCS এর সদস্য সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ, নজরুল ইসলাম। বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় CCS দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দোয়ায় সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।