সোহাগ তালতলী উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে দুমকি থানা পুলিশ। গতকাল
মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১ টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের ইউপি কার্যালয় সংলগ্ন একটি চা দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দুই জান কে আটক করে পুলিশ।
উত্তর মুরাদিয়া গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে মনির হোসেন (৪৮) ও একই গ্রামের মৃত মফিজউল্লাহ এর ছেলে হাসমত উল্লাহ রুবেল (৪৬)কে আটক করে তাদের কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার (২৩ জুলাই, ২০২৫) সকালে তাদের পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান