নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি অনুপ্রেরণামূলক মোটিভেশনাল সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী।
আগামী শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন টেক্সটাইল ক্লাবের প্রধান উপদেষ্টা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
সেমিনারে ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা, বিসিএস পরীক্ষার প্রস্তুতির কৌশল, বর্তমান চাকরির বাজার, ক্যারিয়ার গাইডলাইন এবং কীভাবে তিনি ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন—এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন।
অনুপ্রেরণামূলক এ আয়োজন মাভাবিপ্রবির শিক্ষার্থীদের সরকারি চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যেতে বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।