নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) স্বাংকৃতিক সংগঠন ধ্রুবতারার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বাপন
ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ হাসান।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আসিফ হাওলাদার এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি, শ্রবনা আহমেদ,যেহা মাল,জুঁই পাল,দূর্জয় সাহা,খানজানা তাসনিম জিনিয়া,অভিষেক চৌধুরী সজীব,সুমাইয়া রিয়া,রিশরা চাকমা,আহাদুজ্জামান রোহান,মার্জিয়া নূর অর্ণ,রুবাইয়াত ইসলাম রাইয়ান,যুগ্ম-সাধারন সম্পাদক,প্রতুল গোস্বামী,সাজিদ নূর চৌধুরী,: মাহবুবুল ইসলাম আসিফ,সৌরভ পূর্ণ কর,মং মারমা,সানজিদা আক্তার কলি,রঙ্গন রায় উৎসব,মেহেদী হাসান সজীব,গ্যালারী চাকমা,সুস্মিতা ঘোষ শৈলী,আবদুল আউয়াল,তীর্থ পাল,সাংগঠনিক সম্পাদক তাহমিদ আলিফ,দপ্তর সম্পাদক মো: পারভেজ হাসান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (ডিজিটাল)কৃতিময় রায় অংকুর,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (পরিকল্পনা ও আয়োজন)সাব্বির আহমেদ শাওন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমন হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ।
কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাপন বলেন,
ধ্রুবতারা’ মাভাবিপ্রবি’র অন্যতম বৃহৎ ও স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন। এমন একটি সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হওয়া নিঃসন্দেহে একদিকে সৌভাগ্যের, অপরদিকে একটি বড় চ্যালেঞ্জের বিষয়।
চতুর্দশ কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আমরা বিশ্বাস করি, আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আরও সুন্দর ও অর্থবহ কার্যক্রমের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ ও প্রসারে ভূমিকা রাখবো। ধ্রুবতারা ক্লাব ও আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।