মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি:
সততা সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে(২৫ জুলাই রোজ শুক্রবার) শ্রীমঙ্গল উপজেলায় ৯ নং ওয়ার্ড দক্ষিণভাগ আবাসিক এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়,
আজ বিকালের দিকে স্থানীয় এলাকাবাসীর জন্য উন্মুক্ত এই কর্মসূচি পরিচালিত হয়, ১৬৫ জন মহিলা পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়,
সততা সমাজ কল্যাণ সংস্থা সদস্য ও সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম অনিক,মোঃ ছায়েদ আলী, মোঃ সুয়েল রানা,মোঃ রমজান আলী, রাজীব দে,মাহি,আবদুল, মুন্না,রাজু, রিফাত, রতন,ইমন,পারভেজ,হেলাল,ইমরান,
ইয়াসিন,মাহাবুব হোসেন, রমজান আলী,মাসুম, তানবীর,শাকিব,রিহান,আরাফাত, মাওলানা মোঃ রায়হান উদ্দিন ,মনা মিয়া,কামাল মিয়া প্রমুখ।
সততা সমাজ কল্যাণ সংস্থা সেচ্ছাসেবী জানান, এই কর্মসূচির মাধ্যমে অনেক মানুষ প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে আসবে। এছাড়াও এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে।
সততা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।
দক্ষিণ বাগ এলাকার স্থানীয় বাসিন্দারা সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।