মোঃমাকসুদ আলম ( স্টাফ রিপোর্টার)
ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।
এছাড়াও, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।
নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, তাদের নেতৃত্বে লালমোহন উপজেলা বিএনপির রাজনীতি আরও সুন্দর, সুশৃঙ্খল ও গণমুখী হবে। সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলের অভিজ্ঞ নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠানোই হবে তাদের একমাত্র লক্ষ্য।
নবনির্বাচিত সকল নেতাকে লালমোহন বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।