 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত ২৮শে জুলাই (সোমবার) রাত ১১টায় মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম।
জিয়ারতের সময় তিনি মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার আদর্শ ও সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় নাহিদ ইসলামের সঙ্গে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রকৃত নেতা। কিন্তু আওয়ামীলীগ কখনো তাকে স্বীকার করে নি।
তার ত্যাগ, সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণার উৎস। আমরা তার আদর্শ ধারণ করেই জনগণের পাশে থাকতে চাই।”
জিয়ারত শেষে তিনি মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে স্মৃতিস্তম্ভ দরবার হল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
আজ ২৯ জুলাই টাঙ্গাইলের নিরালা মোড়ে তিনি পথযাত্রা ও সমাবেশ করবেন।