মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫,
লামা সাংবাদিক ইউনিটির মাসিক সমন্বয় সভা
সোমবার সন্ধ্যায় ৭ ঘটিকায় লামা সাংবাদিক ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন , সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক তামিম , সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ, আরো উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তুহিন ও লামা সাংবাদিক ইউনিটি সাংবাদিকবৃন্দ। সভায় এলাকার সাংবাদিকতা ও গণমাধ্যমের চলমান অবস্থা, পেশাগত সমস্যা ও সমাধান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
লামা সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সঠিক তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। উপস্থিত সদস্যরা এমন আয়োজনের জন্য লামা সাংবাদিক ইউনিটিকে ধন্যবাদ জানান।