1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার পিতা-পুত্র পলাতক, ডিএনসি’র অভিযান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একটি বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্র পলাতক রয়েছেন।

অভিযানটি চালানো হয় ২৮ জুলাই মঙ্গলবার, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পালের নিজ বসতঘরে। অভিযান পরিচালনা করেন ডিএনসি মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান।

উদ্ধার হওয়া মদের বিবরণ:

তিনটি সিনথেটিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলি লিটার উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, রয়্যাল স্ট্যাগ হুইস্কি: ২৮ বোতল,রয়্যাল গ্রিন হুইস্কি: ২৪ বোতল,ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি: ২২ বোতল, সিগনেচার হুইস্কি: ১০ বোতল,
ব্রো কোড বিয়াঙ্কো ২ বোতল

পলাতক আসামিরা হলেন-অমল পাল (৫৮),শংকর পাল (২৯) দুজনই শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার বাসিন্দা, অভিযান কালে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান,

ডিএনসি সূত্রে জানা যায়, পিতা ও পুত্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

আইনি ব্যবস্থা:

ঘটনার পর শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন।

ডিএনসি কর্মকর্তা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট