মোঃ ইয়াসিন আহমেদ শরিফ ( স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর ইউনিয়ন পরিষদে ফ্রী চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, উক্ত ফ্রি চক্ষু ক্যাম্পিংয়ে মোট ২০০ জনের অধিক মহিলা পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়,এর মধ্যে ৭০ জনকে ফ্রী চশমা দেওয়া হয়, এবং ৪০ জন কে ফ্রী ছানী অপারেশন এর ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে,( ৩০ জুলাই) বুধবার জনসাধারণ ফ্রি চক্ষু চিকিৎসা বিনামূল্যে পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আরো বললেন আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অনেক আনন্দিত, আমরা চিকিৎসা পেয়েছি, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল, কুলাউড়ার, উক্ত সংগঠন এর, মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং জাহেদুর রহমান এর সঞ্চালনায় ইভেন্ট সুন্দর ভাবে সম্পুর্ন হয়।
ক্যাম্প সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার, বলেন ইস্পাহানী চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করি।
এছাড়াও শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন জায়গায় মোট ৬০ অধিক ফ্রি চক্ষু ক্যাম্পেইন করা হয় উক্ত ক্যাম্পেইন সমুহে মোট ৫৭০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, তারমধ্যে প্রায় ১৯০০জনের অধিক রোগীকে ফ্রি ছানি অপারেশন করে দেওয়া হয় এবং ২২৫০ জনের অধিক রোগীকে ফ্রি কাছে দেখার চশমা দেওয়া হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন, শেখ রিপন আলী ওয়ারিস, সহ-সভাপতি, মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ইয়াসিন আহমেদ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক, সামিয়া আক্তার প্রিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা, কার্যকরী সদস্য
তারেক মিয়া, রাকিব মিয়া, বেলাল হোসেন,
সৌরভ দাশ প্রমুখ