 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:
৩০.০৭.২০২৫ খ্রি.কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে বয়েজ উদ্দিন (৪৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বয়েজ উদ্দিন ওই ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সাপুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। তিনি বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরেন। কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখার পর সাপটিকে বস্তায় ভরানোর সময় তার হাতে ছোবল মারে সাপটি।
কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হলে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, সকালে ইমরান্নালীর বাড়িতে সাপটি ধরার পর সাপুড়ে বয়েজ উদ্দিন সেটির লেজ ধরে আঙিনায় খেলা দেখাতে শুরু করেন। সেসময় সেখানে অনেক লোক ভীড় করে ছিল। খেলা দেখানো শেষে সাপটি বস্তায় ভরানোর আগে তিনি উপস্থিত জনগণের সাথে কথা বলছিলেন। এসময় হঠাৎ সাপটি তার ডান হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর সাপুড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এএসএম সায়েম এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, বিষধর সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮