মোঃ রায়হান মিয়া, কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে। গত ১৫টি বছর আলেম সমাজের লোকজনকে কারাগারে রেখে অত্যাচার নির্যাতন চালিয়েছে। ২০০৯ সাল থেকে পিলখানার হত্যাকান্ড শুরু করে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মায়ের বুক খালি করেছে হাসিনা সরকার। ২৪ এর বিপ্লব কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না। ইসলামের রাজনৈতি মাইনাস করার জন্য শেখ হাসিনা যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই নিজেই মাইনাস হয়ে গিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে ৩০০ আসনের বেশি নির্বাচনে অংশগ্রহন করার জন্য সকল পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মুফতি আনিসুর রহমান কাসেমীকে আপনাদের হাতে তুলে দিলাম,আগামী কচুয়ার সংসদের নেতা হবে মুফতি আনিসুর রহমান কাসেমী তার জন্য কাজ করবেন।
উপজেলা আমির মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা রিয়াজুল ইসলাম সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ ,সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক ,চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান,কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আনিছুর রহমান কাসেমী, যাত্রবাড়ী থানা শাখার সভাপতি মাওলানা এরশাদুল হক,কুমিল্লা পশ্চিম উপজেলা সভাপতি আবু ইউসুফ মুন্সী, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর সহ-সভাপতি এম সাইফুল ইসলাম প্রমুখ।