বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি,
৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের কার্যালয় বায়তুনাজাত কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিছিলটি বন্দর বাজার প্রদক্ষিণ করে রায়েরহাট ব্রিজে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
পৌর আমির কাওসার হোসাইন, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, যুব সেক্রেটারি হাসিবুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুর রব, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান
মিডিয়া বিভাগের সভাপতি মাহমুদুল হাসান সহ উপজেলা, পুরো নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের পুনর্বাসনের দাবি জানান
আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে নেতৃবৃন্দ ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া প্রতিনিধি
তারিখ : ০৫/০৮/২০২৫