1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রংপুরে ‘জুলাই ৩৬ গোল্ড কাপ’ ফুটবলের ফাইনাল আগামীকাল

মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার রংপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার রংপুর

 

রংপুর জেলার ক্রীড়া অঙ্গনের সর্ববৃহৎ ও মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট ‘জুলাই ৩৬ গোল্ড কাপ’-এর ফাইনাল ম্যাচ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

 

রংপুর জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে রংপুর সদর উপজেলা একাদশ বনাম গংগাচড়া উপজেলা একাদশ। দীর্ঘ এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতার পর সেরা দুই দল ফাইনালে ওঠায় জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

ফাইনাল খেলায় বিশেষভাবে উপস্থিত থাকবেন জুলাই যুদ্ধা আশিফ মাহমুদ সজীব ভুইয়া, সার্জিস আলম এবং আখতার হোসেন। তাদের উপস্থিতি খেলায় বাড়তি মাত্রা যোগ করবে বলে আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে।

 

ফাইনালকে ঘিরে ইতোমধ্যে রংপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দর্শকদের ঢল নামবে ধারণা করে জেলা ক্রীড়া সংস্থা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গ্যালারি, মাঠ ও আশপাশে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।

 

খেলা বিশ্লেষকরা মনে করছেন, উভয় দলই সমান শক্তিশালী হওয়ায় ফাইনাল হবে টানটান উত্তেজনাপূর্ণ। গোলের পর গোল, আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচ উপহার পাবে দর্শকরা—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও সমর্থকরা।

 

আগামীকালকের এই ফাইনালকে ঘিরে রংপুরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাজারো দর্শক সরাসরি মাঠে উপস্থিত থেকে বছরের সেরা এই ফুটবল লড়াই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট