মোছাদ্দেক সৈকত, স্টাফ রিপোর্টার, রংপুর:
গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার অসুস্থ হয়ে পড়েছেন।
তাকে দেখতে গংগাচড়ায় যান জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী।
বৃহস্পতিবার বিকেলে তিনি চাঁদ সরকারের বাড়িতে উপস্থিত হন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সঙ্গে ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর নায়েবুজ্জামান।
উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম ও বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমানও ছিলেন।
নেতৃবৃন্দ পরিবারের সঙ্গে কথা বলেন।
চাঁদ সরকারের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
রায়হান সিরাজী বলেন, “রাজনৈতিক পার্থক্য থাকলেও আমরা মানবিকতায় একসাথে।”
তিনি তার সুস্থতা কামনা করেন।
এলাকাবাসী নেতাদের এই মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন।
তারা আশা করছেন রাজনৈতিক ঐক্য ও সহমর্মিতা বজায় থাকবে।