1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তিন লক্ষ টাকার মেধাবৃত্তি ঘোষণা: রংপুরে কিশোরকণ্ঠের প্রতিযোগিতা কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মোছাদ্দেক সৈকত,(স্টাফ রিপোর্টার রংপুর)


রংপুর জেলা শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দিতে এ পরীক্ষায় মোট তিন লক্ষ টাকা সমমূল্যের মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান ফিরোজ মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে। সেই উদ্দেশ্যেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটিয়ে তাদেরকে ভবিষ্যতের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর জেলার সব স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য সৌজন্য ফি ধরা হয়েছে ১৫০ টাকা। নিবন্ধন কার্যক্রম চলবে ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট