মোছাদ্দেক সৈকত, নিজস্ব প্রতিনিধি রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া হিন্দুপাড়া ও চর মিনার বাজার এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল (০৯ অক্টোবর ২০২৫) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ও কিছু সহায়তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান এবং নোহালী ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি জননেতা মোঃ রায়হান সিরাজী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা বিভিন্ন বিপদ, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মাধ্যমে আমাদের পরীক্ষা করেন। এসব পরীক্ষায় আমাদের ধৈর্য ধরতে হবে।”
তিনি আরও বলেন, “এই বিপর্যয়ে শুধু জামায়াত নয়, বরং সরকার, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিত্তবানদের একসাথে এগিয়ে আসা প্রয়োজন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।”
এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জামায়াতের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।