
এস ডব্লিউ সাগর ( তালুকদার )সুনামগঞ্জ প্রতিনিধি
‘বার-এট-ল’ (গ্রেইজ ইন) সিটি ইউানিভাসিটি লন্ডন,বি.এ অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়, এল.এল.বি অনার্স এবং এল. এল.এম (মাস্টার্স) ডি-মন্টফোর্ট,লেষ্টার , ইউ,কে, পি.এস.সি- কাপলান ইউ.কে,পিতা- মরহম হাজী মোহাম্মদ আবদুল আজিজ (পোষ্ট মাস্টার), মাতা-মিসেস হুসনেয়ারা খানম, গ্রাম ও পোষ্ট-হাতিয়া, উপজেলা দিরাই, জেলাঃ সুনামগঞ্জ। তিনি সাবেক ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ স¤পাদক, জালাবাদ ছাত্র কল্যান পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়,সাবেক শিক্ষা বিষয়ক স¤পাদক কেন্দ্রীয় কমিটি, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক , ইষ্ট মিডল্যান্ডস বিএনপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি যুক্তরাজ্য বিএনপি, উপদেষ্টা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাহী কমিটি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে. সাধারণ সম্পাদক , শাহজালাল মসজিদ লাফবরা।প্রথমে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমায় ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শ্রেণী মত সালাম, আদাব, প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক প্রীতি, সংগ্রাহী শুভেচ্ছা ও খোশ আমমেদ। আপনারা অনেকেই জানেন যা অনেকেই জানেন না যে, আপনাদের দোয়া ও আর্শিবাদে আল্লাহর অশেষ রহমতে আজ আমি ও আমার পরিবারের সবাই মোটামুটিভাবে উন্নত জীবন পরিচালনায় সক্ষম। আমি ইংল্যান্ড ও ওয়েবনে একজন প্রাকটিসিং আইনজীবি হিসাবে নিয়মিত কর্ম পরিচালনা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন, আমি আল্লাহর দরবারে সবসময়ই শুকরিয়া জানাই, তারপরও আমি মনে করি জীবনে যে আদর্শ যুতে ধারণ করেছি এবং লালন করছি তারই ধারাবাহিকতায় দেশ ও জাতির স্বার্থে নিজের বাকি সময়টুকু আপনাদের সাথে মিলেমিশে দিরাই-শাল্লার সকল মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি একমাত্র আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মায়ের অকৃত্রিম দোয়া সহ দেশের মানুষের দোয়া ও ভালোবাসার জন্য, তাই দেশের মানুষ ও দেশের কাছে আমি চিরঋণী। অতএব, আমায় ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নাই, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান দয়াময় আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন, তাই আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে সবাই মিলে মিশে দিরাই শাল্লার সর্বস্থরের জনগণের সার্বিক উন্নয়ন সহ দেশের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করতে চাই। তাই আপনাদের সবার সার্বিকভাবে সাহায্য, সহযোগিতা, সুপরামর্শ ও সামর্থন খুবই প্রয়োজন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মাধ্যমে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। নিজের কর্ম জীবনের পাশাপাশি এখন প্রবাসে থেকেও তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বসবাস করেও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অব্যাহত কাজ করে যাচ্ছি। তাই আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই ধারায় এগিয়ে যেতে চাই এবং দেশের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের এলাকায় সন্তান হিসেবে আশাবাদী যে, আপনারা আমাকে দিরাই শাল্লার সার্বিক উন্নয়নের জন্য ও দেশের উন্নয়নমূলক কার্যক্রম করতে সর্বোপরি সাহায্য, সহযোগিতা ও সুপরামর্শ নিয়ে সমর্থন করবেন। এখানে উল্লেখ্য যে, আমাদের সাবেক এমপি গরীব দুঃখী মেহনতি
মানুষের নয়নমণি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠ জননেতা নাছির উদ্দীন চৌধুরী সাহেব আমাদের ভাটি বাংলার অহংকার, গর্ব, সূর্যসন্তান ও নিঃস্বার্থপর রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনির রাজনৈতিক মতাদর্শের পক্ষে এবং তিনিকে সামনে রেখেই আমি আমার রাজনৈতিক কর্ম পরিচালনা করে যেতে যেতে চাই। দিরাই শাল্লার জনগণের সুখে দুঃখে সবসময় সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব ইন শা আল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীয়ায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।