শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
সরকারিভাবে উদ্যোগ গ্রহণ না করার কারণে চরম দুর্ভোগে থাকা স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যার বাহন খালে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন বাগেরহাট জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও রামপাল মোংলার জনপ্রিয় নেতা এবং বাগেরহাট ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এই মানবিক উদ্যোগে এলাকার হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
দীর্ঘদিন ধরে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যার বাহন এলাকায় খালে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপারে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল বিশেষ করে বর্ষাকালে এই সাঁকো দিয়ে চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল সরকারিভাবে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস বারবার দেওয়া হলেও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
জনগণের এই দুর্ভোগ দেখে এগিয়ে আসেন স্থানীয় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে ও দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি নির্মাণ বা পুনঃনির্মাণের উদ্যোগ নেন অবশেষে ২২ অক্টোবর সাঁকোটির নির্মাণ কাজ শেষ হওয়ায় ও এলাকার সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আগে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীরা ভয় নিয়ে সাঁকো পার হতো এখন নতুন সাঁকো হওয়ায় আমরা নিশ্চিন্তে চলাচল করতে পারবো এই উদ্যোগে আমরা খুশি এবং কৃতজ্ঞ।
তার এই মহান উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন এই সাঁকো কোনো স্থায়ী সমাধান নয়, তবে মানুষ যখন কষ্টে থাকে তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। তাই নিজেই উদ্যোগ নিয়েছি আমি এই জনপদেরই লোক এই জনপদের মানুষের শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকারের জন্য আমরা রাজনীতি করি সুতরাং আগামীতে আমাদের দল যদি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পায় তাহলে আমরা সাধারন মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব।
তবে এই বাঁশের সাঁকোটি একটি সাময়িক সমাধান। স্থানীয়দের দাবি, সরকার দ্রুত স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নিক, যাতে করে এলাকার হাজারো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়।