
চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচা হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি সাকের মোহাম্মদ চর স্কুল পাড়া এলাকার বাসিন্দা মরহুম মকবুল আলীর বড় ছেলে মো. কালু (বয়স প্রায় ষাটোর্ধ্ব)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তিনি হামলার শিকার হন। গুরুতর অবস্থায় পড়ে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করতে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁদের ধারণা। সন্দেহভাজন ভাতিজা ঘটনার পরপরই পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বাড়িটি ঘিরে উৎসুক জনতা ও এলাকার লোকজনও ঘাতককে ধরার দাবি জানাচ্ছেন। চকরিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে মো. কালুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শান্ত স্বভাবের এই মানুষটিকে সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত একজন হিসেবে স্মরণ করছেন প্রতিবেশীরা।