
রাশেদ আলম বাবু লক্ষ্মীপুর(চন্দ্রগঞ্জ) প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরীর কারখানায় বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি)
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ দেওপাড়া পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা বাড়ি মসজিদের প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত নূহা অটো ট্রেডার্স এন্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওয়ার্কশপের ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে বিপুল পরিমান দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে প্রোপাইটর নুর উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবির ওসি৷ নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে৷
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি নজরদারিতে ছিল। সোমবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে জব্দ করা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ
Sadar Circle Lakshmi
OC DB Lakshmipur
চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুর