রাশেদ আলম( বাবু) নিজস্ব প্রতিনিধি চন্দ্র গঞ্জ থানা।
চৌমুহনী লক্ষীপুর মহাসড়ক কপিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন একটি আনন্দ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমত খালী খালে পড়ে য়ায়। প্রত্যক্ষদ্শী মতে বাসটি অনুমানিক ৭:৩০ মিনিট এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ডুবে য়ায়। অত্যন্ত শ্রোত থাকায় ডুবে য়াওয়া গাড়ির ভিতর থেকে অনেকে বের হতে পারেনি। বাসটিতে অনুমানিক ৪০/ ৪৫ জন যাত্রী ছিল।
স্থানীয় হাসপাতাল সুত্রে জানা য়ায় ৫ জনের লাশ প্রাথমিক ভাবে হস্তান্তর করা হয়েছে। আরও ৬/৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পেরন করা হয়। জানা য়ায বাসটি অনুমানিক ২০/ ২৫ ফুট পানিতে তলিয়ে য়ায়, ধারনা কার য়ায আরও অনেক যাত্রী স্রোতে ভেসে গেছে, চৌমুহনী থেকে ডুবুরি এনে ও ক্রেনের সাহায্যে বাসটি খাল থেকে উদ্ধার করা হয়।