
মোঃ রায়হান মিয়া, কচুয়া, চাঁদপুর প্রতিনিধি:
গণতন্ত্রের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা কার্যালয় মিলনায়তনে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) ফজলে রাব্বী।
স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকার।
সম্মেলনে সভাপতিত্ব করেন
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
বক্তারা আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মসজিদের ইমামরা সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ভোটাধিকার প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, খতিব ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণতন্ত্র ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।