আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর): গতকাল বৃহস্পতিবার, ২১ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড় ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক, বন্দর ইউজার ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলমসহ চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরাম এর আহবায়ক জনাব এস এম সাইফুল আলম বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে বাংলাদেশের লাইফ লাইনখ্যাত চট্টগ্রাম বন্দরকে মাফিয়াদের হাত থেকে বাঁচিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চট্টগ্রাম কাস্টমসে ব্যবসায়ীদের হয়রানী দূর করা এবং চট্টগ্রাম চেম্বারকে ফ্যাসিস্ট সরকারের দোসরমুক্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে প্রকৃত ব্যবসায়ীদের হাতে চট্টগ্রাম চেম্বার পরিচালনা করার দায়িত্ব অর্পনের মাধ্যমে চট্টগ্রামে ব্যবসা – বাণিজ্যের পথ সুগম করার আহবান জানান। বাণিজ্য উপদেষ্টার সাথে ব্যবসায়ীদের এই মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশাসহ চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।