মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ গ্রামের খন্দকার পাড়ার বাসিন্দা ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা শহীদ খন্দকার মোশারফ হোসেন। তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা শহীদ খন্দকার মোশাররফ হোসেন এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন এর সঞ্চালনায়,
কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হুমায়ুন কবির খান, সে সময় আরও উপস্থিত ছিলেন,
কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো, নূরুল ইসলাম শিকদার।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান মোল্লা।
গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি, হযরত আলী মিলন।
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব, আমজাদ হোসেন।
কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ জাকির হামিদী।
মৌচাক ইউনিয়ন যুবদল নেতা, পারভেজ আহম্মেদ।
উপজেলা যুবদলের মতে মরহুম বীর মুক্তি যোদ্ধা শহীদ খন্দকার মোশারফ হোসেন ছিলেন ত্যাগী ও সাহসী নেতা,
স্বৈরাচারীর বিরুদ্ধে সর্বদা সচেষ্ট ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, গরীব দুঃখীদের মাঝে সর্বদা খোঁজখবর নিতেন তিনি, দল ও সংগঠনের জন্য ছিলেন নিবেদিত প্রাণ, দেশ ও দশের জন্য কাজ করাই ছিলো
তার অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য দোয়া ও মিলাদ মাহফিল শেষে কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলী, মহান আল্লাহ তায়া’লা মরহুম বীর মুক্তিযোদ্ধা শহীদ খন্দকার মোশাররফ হোসেন কে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।