মোঃ মিলন হক
ইচ্ছে গুলো নিত্য নতুন আঙ্গিকে বাঁচাতে শেখায়।
ইচ্ছে গুলো বাঁচার নতুন অনুভূতির স্বপ্ন দেখায়।
ইচ্ছে গুলো মনে ভীষণ আকুতি মিনতি করে।
ইচ্ছে গুলোকে বন্দি করে রাখা লাগে ফ্রেমে।
ইচ্ছে গুলো অপেক্ষার জোয়ারে বুক বেঁধে থাকে।
ইচ্ছে গুলো সময়ের প্রয়োজনে বাঁচতে শেখায়।
ইচ্ছে গুলোকে ভীষণভাবে জমিয়ে রাখা লাগে।
জমিয়ে থাকা ইচ্ছে গুলো অবহেলায় মরে যায়।
জমিয়ে থাকা ইচ্ছে গুলো কখন যে মরে যায়!
অভাবের তাড়নায় বুঝতে পারা যায় না।
অনেক ইচ্ছে আবার অবহেলায় মরে যায়।
মরে যাওয়া ইচ্ছে গুলোর জন্য অনুশোচনা হয়।
কখনো কখনো ইচ্ছে গুলো সীমাবদ্ধ হয়ে,
জমাট বাঁধে স্মৃতির পাতায়।