সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন। ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীরা কী দাবি জানিয়ে অবস্থান নিয়েছেন তা পরিষ্কার নয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।