খঃ ফাহিম (ইবি প্রতিনিধি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি স্মরণে আয়োজিত হয়েছে “শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট”। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইবির বিভিন্ন বিভাগ ও জেলাকল্যাণ সংস্থার অংশগ্রহণে ৩২টি দলের সমন্বয়ে এ টুর্নামেন্ট আয়োজিত হয়।
গত বুধবার (১১ই ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ৩ দিনব্যাপী এ টুর্নামেন্টে ২৪-এর চেতনা স্বরূপ পুরষ্কার ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন দলের জন্য ১০ হাজার চব্বিশ টাকা, রানার্সআপ দলের জন্য ৭ হাজার চব্বিশ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ দলের জন্য ২ হাজার চব্বিশ টাকা। তিন ধাপে বাছাই পর্ব শেষে শুক্রবার (১৩ই ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন জুলাই বিপ্লবে কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলায় শহীদ হওয়া ওসামা ও সাব্বিরের পরিবারের সদস্যরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। এসময় ড. মো জাহাঙ্গীর আলম বলেন, “এই টুর্নামেন্টটি কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলের দুই শহীদের স্মরণে আয়োজন করা হয়েছে। তবে আন্দোলনের অন্যান্য শহীদদেরও যেন আমরা মনে-প্রাণে ধারণ করতে পারি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং তাদের চেতনা ধারণ করতে এই টুর্নামেন্টের আয়োজন। তাদের আত্মত্যাগের ফলেই আজকের নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো সংকটময় পরিস্থিতিতে দেশের জন্য নিয়োজিত থাকবে।