মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি): প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে ভোলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি) থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি’র যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার যায়েদ হোছাইনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ভোলা টিটিসি’র অধ্যক্ষ মো. কাইয়ুম, আইএফআইসি ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার এএসএম ফজলে হক ইসলামি ব্যাংক ভোলা জেলা শাখার প্রধান মোহাম্মদ মোবাশ্বের, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম প্রমুখ।এসময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে।