1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাটহাজারীতে গ্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই এক ঝাল বিতান

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) : হাটহাজারী পৌরসভা এলাকায় একটি ঝাল বিতান দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনস্থ ইদ্রিস টাওয়ারের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যার দিকে বাস স্টেশন এলাকার মো.রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন “ভাই ভাই ঝাল বিতান” নামক প্রতিষ্ঠানের উল্লেখিত স্থানে টিনের তৈরী কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এলাকাটি বানিজ্যিক কেন্দ্র হওয়ায় এসময় আশে পাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ওয়্যার হাউজ পরিদর্শক রিভেন এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিযন্ত্রণে আনে। এতে আশে পাশের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের কাছে জানতে চাইলে, তারা বলেন তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় একাধীক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, যথাযথ প্রশাসনের নিস্ক্রিয়তায় যার যেখানে যেভাবে খুশি সেভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা দিয়ে বসে যাচ্ছে। আজ যদি সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে না পারতেন, আগুন নিযন্ত্রণে আনা সম্ভব না হতো তাহলে আমরা অনেক ব্যবসায়ীরা পথের ফকির হয়ে যেতাম। তারা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে আগুন নিযন্ত্রণে আনায় ফাযার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং যার যেখানে যেভাবে খুশি সেভাবে ব্যবসা পরিচালনা করতে না পারার বিষয়ে প্রশাসনকে কার্যকর ভুমিকা রাখার দাবী জানান।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট