1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুই শিক্ষার্থীর বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে ইউল্যাব প্রশাসন

মোঃআল-আমিন (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

মোঃআল-আমিন (স্টাফ রিপোর্টার): ইউল্যাব কর্তৃপক্ষ গ্রাফিতি আঁকার অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাদের আঁকা গ্রাফিতি মুছে ফেলার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্যের জারি করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গতকাল (৩০ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব ক্যাম্পাসে গ্রাফিতি আঁকার অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন বিভাগ ও সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খানসহ ১১ জন শিক্ষক এক বিবৃতি দিয়ে শাস্তি প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতাকে শাস্তির মাধ্যমে দমন করা উচিত নয়। বরং এ ধরনের শিল্পকে আলোচনার মাধ্যমে ইতিবাচকভাবে সামাল দেওয়া প্রয়োজন। তারা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি পুনর্বিবেচনারও দাবি জানান।

 

পরবর্তীতে উপাচার্য তার বার্তায় বলেন, শিক্ষকদের উদ্বেগকে সম্মান জানিয়ে এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় শাস্তিমূলক প্রবেশন বাতিল করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে সৃজনশীলতার বিকাশের জন্য গ্রাফিতি তৈরির বিশেষ স্থান বরাদ্দের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট